• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

চৌদ্দগ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত ৫

  • ''
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২৪

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জোরপূর্বক পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বীরমুক্তিযোদ্ধা মো. মোস্তফা(৭২) আহত হয়েছেন।

বাতিসা ইউনিয়নের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় ওই গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে এনাম হোসেন, মো. শাহরিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফার ছেলে আবদুল মোতালেব, স্ত্রী ফাতেমা বেগম এবং একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. সোহানও আহত হন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক আবদুল মতিন।

থানায় বীরমুক্তিযোদ্ধা মো. মোস্তফার দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দেবীপুর গ্রামের মেহরাজ মজুমদার, শিপন মজুমদার গংদের সাথে পুকুরের জায়গা নিয়ে মুক্তিযোদ্ধা মোস্তফা গংদের বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধকে কেন্দ্র করে পহেলা বৈশাখের দিন রোববার দুপুরে মেহরাজ মজুমদার, শিপন মজুমদার, ফয়সাল আহমেদ, রাতুল মজুমদার, কামরুল হাসান রবিন এবং অজ্ঞাত পরিচয়ের আরও ৪-৫ জনের নেতৃত্বে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বিবদমান পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়ার সময় মুক্তিযোদ্ধা মোস্তফার ভাতিজা এনাম হোসেন তাদের বাধা দিলে তাঁর উপর অতর্কিত হামলা করে। গুরুতর আহত এনাম হোসেনের চিৎকার শুনে মুক্তিযোদ্ধা মোস্তফা ও ভাতিজা শাহরিয়াসহ পরিবারের লোকজন এনামকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মুক্তিযোদ্ধা মোস্তফা, ছেলে আবদুল মোতালেব, ভাতিজা মো. শাহরিয়া, স্ত্রী ফাতেমা বেগম ও পাশের বাড়ির সোহান আহত হন। পরে স্থানীয়রা মুক্তিযোদ্ধা মোস্তফাসহ আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর মুক্তিযোদ্ধা মোস্তফা ও ভাতিজা শাহরিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে গুরুতর আহত এনামকে ওইদিন রাতেই ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় এনাম হোসেন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল মতিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads